মোঃ শাহরুখ খানঃ আকিল এর সাফল্যের আনন্দ ওসমানী নগর এর আকাশে বাতাসে। নিজ করণসী, গোয়ালার বাজার ইউনিয়ন তথা ওসমানীনগর উপজেলা বাসীর গর্ব। ৫৬ সদস্যের অনুর্ধ-১৭
প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সিলেটের ওসমানীনগর উপজেলার, গোয়ালার বাজার ইউনিয়নের নিজ করণসী গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ কয়ছর আহমদ সাহেবের ছেলে সৈয়দ আকিল আহমেদ সহ জেলার ৫ জন দলে জায়গা করে নিয়েছে।।