জকিগঞ্জ প্রতিনিধি :: ক্লান্ত নয় ফারুক, নির্বাচনে হেরে ও পৌরবাসীর পাশে থাকার আশা প্রকাশ। সম্মানিত জকিগঞ্জ পৌরসভাবাসী
আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই-বোনদের প্রতি আদাব।
বিগত ৩০/০১/২০২১ ইংরেজী জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আপনারা আমার জগ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
কর্মী এবং সমর্থকদের প্রতি আমি দিনদিন ঋণী হয়ে যাচ্ছি,আপনাদের ঋণ কখনো শোধ করার মত নয়।
অন্যান্য প্রার্থীরা যেখানে টাকার বস্তা নিয়ে নেমেছিলেন সেখানে আমি ছিলাম অসহায়,আল্লাহ আর গরীব-দুঃখী মানুষের ভালবাসা ছাড়া কিছুই ছিলনা আমার।
আমি একটি কথা স্বীকার করতে বাধ্য যে,আমাকে যারা ভোট দিয়েছেন তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে ভোট দিয়েছেন।আমাকে মানুষ ভোট দিয়েছেন অন্তর উজাড় করা ভালবাসা দিয়ে।
আপনাদের উজাড় করা ভালবাসার বিনিময় দিতে পারবনা কখনো,তবে জীবন দিয়ে হলেও পাশে থাকব ইনশাআল্লাহ।
ষঢ়যন্ত্র করেছেন টাকা-পয়সাওয়ালা লোকরা,আল্লাহ আপনাদের আরও টাকা পয়সা দান করুন আপনাদের জন্য দোয়া রইল।
আমার গ্রামবাসীর ভালোবাসার ঋণ কখনো পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। অতীতের মত সব সময় আমি আপনাদের পাশে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বদা মানুষের জন্য কাজ করতে পারি।
ইতি
আপনাদের ফারুক
জগ মার্কার ফারুক।