বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইউনিটি ক্রিকেট ক্লাব জামাল পুর এর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩১শে জানুয়ারি রবিবার দেওয়ান বাজারের জামালপুরে বালাগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক এবং ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমরানুর রহমান ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জামাল পুরের বীর মুক্তিযোদ্ধা হোছন আলী,বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক হেলাল আহমদ,পাওয়ার হিটার্স ক্রিকেট ক্লাবের সভাপতি রুবেল আহমদ মিশু। ইউনিটি ক্রিকেট ক্লাবের সহ সভাপতি মারুফ আহমদ, সাধারণ সম্পাদক লিটন আহমদসহ সকল সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় N R C ক্রিকেট ক্লাব মধুরাই মোকাবেলা করে পালবাড়ী ক্রিকেট ক্লাব কদমতলার। খেলায় N R C ক্রিকেট ক্লাব মধুরাই জয়লাভ করে।