স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসল ভারত। আজ (১৬ জানুয়ারী) চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডকে ১৬৪ রানে অলআউট করে ৩১৭ রানের বড় জয় তুলে নিল ভারত। কামব্যাক সম্ভবত একেই বলে। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় টেস্টেই সেই হারের ‘বদলা’ নিলেন বিরাট কোহলিরা। ‘রুট অ্যান্ড কোম্পানি’কে আরও বড় ব্যবধানে হারাল ভারত।সেই সঙ্গে ৪ ম্যাচের সিরিজে সমতা ফেরাল ‘টিম ইন্ডিয়া’। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।
ভারতের দেওয়া ৪৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গতকালই ৫৩ রানের বিনিময়ে ৩ উইকেট খুইয়ে ফেলেছিল ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিন সকালেও প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। তবে, এদিন অশ্বিনের থেকে বেশি বিপজ্জনক মনে হল অক্ষর প্যাটেলকে। দ্বিতীয় ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫ টি উইকেট দখল করলেন তিনি। এর মধ্যে রয়েছে জো রুটের উইকেটও। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর প্যাটেল। এই ইনিংসেও প্রথম ইনিংসের মতো সপ্রতিভ দেখাল অশ্বিনকে (৫৩/৩)। দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন ৩টি উইকেট। কুলদীপ যাদব প্রথম ইনিংসে কার্যত প্রভাবহীন থাকলেও দ্বিতীয় ইনিংসে দখল করলেন দু’টি উইকেট। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দশটি উইকেটই দখল করলেন ভারতীয় স্পিনাররা। রুটরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেলেন ১৬৪ রানে। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে মইন আলি সর্বোচ্চ ৪৩ এবং রুট ৩৩ রান করলেন। দ্বিতীয় টেস্টে ভারতের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ৮ উইকেট ও দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ তিনিই।
জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। ইংল্যান্ড নেমে গেল চতুর্থ স্থানে। তবে, দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সিরিজের শেষ দুটি ম্যাচের মধ্যে কোনও ম্যাচ হারা চলবে না। অন্যদিকে ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে দুটি ম্যাচই জিততে হবে।
সংক্ষিপ্ত স্কোরঃ ভারত: ৩২৯ (রোহিত-১৬১, পন্থ-৫৮* মঈন আলী ১২৮/৪) ও ২৮৬ (অশ্বিন-১০৬, বিরাট ৬২, মঈন আলী ৯৮/৪)
ইংল্যান্ড: ১৩৪ (ফোকস-৪২*, অশ্বিন ৪৩/৫) ও ১৬৪ (মইন আলি ৪৩, রুট ৩৩, অক্ষর প্যাটেল ৬০/৪)
ফলাফলঃ ভারত ৩১৭ রানে জয়ী। ৪ টেস্ট সিরিজে ১-১ সমতা।