জামালপুর প্রতিনিধি :: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের ১০ নং ওয়ার্ডে পাঁচ শতাধিক ভোটারদের উপস্থিতিতে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর বিজয় নিশ্চিত করতে হবে।
তাই ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নৌকা সহ কাউন্সিলর পদে শাহীনুর রহমান শাহীন কে উঠপাখি মার্কায় বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে বলে জানান।